ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বয়স্ক ও শিশুদের রোগ বৃদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ৫ মে ২০১৭ | আপডেট: ১৪:৫০, ৬ মে ২০১৭

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে বায়ু দুষনের মাত্রা ব্যাপকভাবে বেড়ে যাবে। এতে ফুসফুসের ক্যান্সার, বয়স্ক ও শিশু রোগ বৃদ্ধি পাবে ।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিষয়গুলো তুলে ধরা হয়। গবেষণা প্রতিবেদন তৈরি করেন গ্রীনপিসের কয়লা ও বায়ু দুষণ বিশেষজ্ঞ লরি মাইলিভিরতা। প্রতিবেদনে তিনি জানান, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে ৬ হাজার মানুুষ অকাল মৃত্যু এবং ২৪ হাজার শিশুর ওজন কমবে। পারদ কয়লার ছাই এর মাধ্যমে বঙ্গপোসাগরে ছড়িয়ে ধ্বংস করবে মাছ ও জলজ প্রানী।  এ সময় সুন্দরবনকে বাঁচানো নৈতিক দায়িত্ব বলে মনে করেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সুলতানা কামাল।



Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি