ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খাগড়াছড়ি সদরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)এক কর্মী খুন হয়েছেন। নিহতের নাম দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় (৪২)। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদরের হরিনাথপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে তার মত্যু হয়েছে।

নিহত বিনয় হরিনাথ পাড়ার সন্তোষ কুমার চাকমার ছেলে। তিনি ইউপিডিএফের রাঙাপানি ছড়া এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত।

গড়াছড়ি সদর থানার ওসি তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, সকালে নিজের বাড়ির সামনে দিলীপসহ কয়েকজন বসে ছিলেন। এ সময় কতিপয় অস্ত্রধারী তাদের ধাওয়া করে পেছন থেকে গুলি করলে দীলিপ কুমার চাকমা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনী ইউপিডিএফ-কে (গণতান্ত্রিক) দায়ী করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমা প্রকাশ জুম্মা নিহত হন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি