ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

গাঁজাসহ র‌্যাবের জালে মাদক ব্যবসায়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:০৩, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার নিজামপুর এলাকা থেকে সাড়ে কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসীকে গেস্খফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার বাইপুর গ্রামের একটি রাইস মিলে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করে র‌্যাব। আকটের নাম মোঃ একেন (৫০)। তিনি রাজশাহী জেলার তানোয়া গ্রামের দিদার বক্সের ছেলে।

এর আগে ওই এলাকায় মাদকদ্রব্য রয়েছে, এমন তথ্যে অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একেন স্বীকার করেছে যে, ওই গাঁজা বিক্রির উদ্দেশ্যে তার সংগ্রহে রেখেছিলেন।

সূত্র: প্রেসরিলিজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি