ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার মোশারফ কম্পোজিট কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গাজীপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে মোশারফ কম্পোজিট কারখানার একটি একতলা ভবনে তুলার গোডাউনে আগুন লাগলে মুহূর্তে আগুন গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী ও ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি