ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে বীণা উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম তানভীর আহম্মেদ (৩০)। তিনি মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত এসআই কবির আহম্মেদের ছেলে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে মাক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পার্শ্ববর্তী খাদে পরে যায়। এতে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি