ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

গোল করেও ড্র এড়াতে পারলেন না মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ৮ অক্টোবর ২০১৮

মেসির গোলও যথেষ্ট ছিল না বার্সেলোনার জয়ের জন্য। অবশেষে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ এ ড্র করে মাঠ ছাড়তে হলো।

এর ফলে স্পেনের শীর্ষ লিগে আবারও পয়েন্ট হারাতে হলো এরনেস্তো ভালভেরদের দলকে। রোববার রাতে লা লিগার ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভ্যালেন্সিয়ার হয়ে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ইজিকুয়েল গ্যারে। কর্ণার থেকে উড়ে আসা বলে লুইস সুয়ারেজ হেড করলে তা গিয়ে লাগে জেরার্ড পিকের পিঠে। অরক্ষিত অবস্থায় পেয়ে যান গ্যারে। সহজতম সুযোগটি কোনো বাড়তি কষ্ট ছাড়াই কাজে লাগান এ আর্জেন্টাইন ডিফেন্ডার।

প্রতি আক্রমণ থেকে ষষ্ঠ মিনিটে বাড়তে পারতো ব্যবধান। মিচি বাতশুয়াই কোনাকুনি শট রাখতে পারেননি লক্ষ্যে। দ্বাদশ মিনিটে আবার সুযোগ আসে এই বেলজিয়ান ফরোয়ার্ডের সামনে। এবার তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগান।

২১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির বাঁকানো শট পরীক্ষা নিতে পারেনি ভালেন্সিয়া গোলরক্ষক নেতোর। তবে দুই মিনিট পর পারেননি তিনি। সুয়ারেসের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে এগিয়ে গিয়ে দারুণ ফিনিশিংয়ে ডান দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন বার্সেলোনা অধিনায়ক।

লিগে এটি মেসির ষষ্ঠ আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে একাদশ গোল। দানি আলভেসকে (২৬) ছাড়িয়ে লা লিগায় মেসির গোলে সবচেয়ে বেশি অবদান রাখা খেলোয়াড় এখন সুয়ারেস (২৭)।

ম্যাচের বাকি সময়ে জয়সূচক গোল করতে প্রাণপণ চেষ্টা করে যান মেসি, সুয়ারেজ, কৌতিনহো ত্রয়ী। কিন্তু ভুলভাল পাস আর লক্ষ্যভ্রষ্ট সব আক্রমণে গোল পাওয়া হয়নি তাদের।

৭৫তম মিনিটে দারুণ সুযোগ আসে ফিলিপে কৌতিনিয়োর সামনে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও শট নিতে পারেননি তিনি। তার সময় নষ্টের সুযোগে পিছন থেকে এসে বল বিপদমুক্ত করেন গারায়।

শেষের দিকে আক্রমণের ধার বাড়াতে উসমান দেম্বেলে ও রাফিনিয়াকে নামান কোচ। কিন্তু স্বাগতিকদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনা।

৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে সেল্তা ভিগোকে ২-১ গোলে হারানো সেভিয়া ১৬ পয়েন্ট নিয়ে উঠে গেছে শীর্ষে।

রিয়াল বেতিসকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনার সমান ১৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে আছে তিন নম্বরে।

১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ১৪ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে আছে এস্পানিওল ও আলাভেস। ৯ পয়েন্ট নিয়ে আপাতত ১৩ নম্বরে উঠে এসেছে ভালেন্সিয়া।

সূত্র: গোলডটকম।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি