ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোলাম সারওয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সাংবাদিকতার ক্ষেত্রে গোলাম সারওয়ারের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, তার মৃত্যুতে সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হলো।

শেখ হাসিনা বলেন, দেশের সব প্রগতিশীল আন্দোলনে গোলাম সারওয়ার অংশগ্রহণ করেন। দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তিনি সব সময় সোচ্চার ছিলেন।

তিনি বলেন, গোলাম সারওয়ার সাংবাদিকদের ন্যায় সঙ্গত অধিকার আদায় এবং দাবি বাস্তবায়নের সকল আন্দোলনেও জড়িত ছিলেন।

প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

গোলাম সারওয়ার আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় মারা যান।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি