গ্লোবাল নেটওয়ার্কে পপ ফাইভ
প্রকাশিত : ২০:৫১, ৭ মে ২০২৫

বাংলাদেশি ক্রিয়েটিভ বিজ্ঞাপনী সংস্থা ‘পপ ফাইভ’ যুক্ত হলো গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটিভ নেটওয়ার্ক ‘বাই দ্যা নেটওয়ার্ক’ (bTN)-এর সঙ্গে। ২৭টি দেশের ৭৫০ জনের বেশি ট্যালেন্ট নিয়ে গঠিত এই নেটওয়ার্কে পপ ফাইভ-এর যোগদান দেশের বিজ্ঞাপন শিল্পের জন্য বড় অর্জন।
বাই দ্যা নেটওয়ার্ক জানিয়েছে, সাহসী ও ভিন্নধর্মী ভাবনার জন্যই তারা পপ ফাইভ-কে বেছে নিয়েছে। এতে করে পপ ফাইভ আন্তর্জাতিক ক্লায়েন্ট ও গ্লোবাল ক্যাম্পেইনে অংশ নিতে পারবে।
পপ ফাইভ-এর এমডি মাসুদ পারভেজ বলেন, “আমরা বরাবরই বিশ্বাস করি—বাংলাদেশ থেকে গ্লোবাল মানের কাজ সম্ভব।” চিফ ক্রিয়েটিভ অফিসার আকরুম হোসেন বলেন, “এই সুযোগ শুধু আমাদের না, দেশের সৃজনশীল তরুণদের জন্যও আন্তর্জাতিক দরজা খুলে দেবে।”
বাই দ্যা নেটওয়ার্ক-এর এই অংশীদারিত্ব দেশের বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছে সংশ্লিষ্টরা।
এসএস//
আরও পড়ুন