ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ঘরের মাঠে ঘুরে দাঁড়াল এসি মিলান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইতালিয়ান ফুটবল সিরি আ’তে জয় পেয়েছে এসি মিলান। শুক্রবার ভোররাতে স্পালকে ১-০ গোলে হারিয়েছে লাল-কালোরা।

চলতি আসরে এসি মিলানের এটি চতুর্থ জয়। নিজেদের শেষ ম্যাচে রোমার বিপক্ষে ২-১ গোলে হারলেও এই ম্যাচে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছে দলটি।

নিজেদের মাঠে খেলার শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি তারা। আর ম্যাচ জয়ের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে।

এসি মিলানের হয়ে ম্যাচের ৬৩তম মিনিটে একমাত্র গোলটি করেন সুসো। পিছিয়ে পড়ে সমতায় ফেরার বেশ কিছু আক্রমণ চালালেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি স্পাল।

তবে জয় পেলেও টেবিলের খুব বেশি ওপরে উঠতে পারেনি মিলান। তাদের অবস্থান এখনও পয়েন্ট টেবিলের ১০ নম্বরে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি