ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে আগুনে পুড়লো অর্ধশত দোকান-বাড়িঘর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু ফার্নিচার শো-রুমসহ অন্তত অর্ধশত বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফার্নিচার মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি