ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চলে গেলেন মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৯, ৪ সেপ্টেম্বর ২০১৮

একুশে টেলিভিশনের প্রধানমন্ত্রী বিটের সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ আর নেই। গতকাল সোমবার রাত ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। রাত ১২ টা ১ মিনিট হলেই সদা হাস্যেজ্জ্বল মামুন ৩৩ এ পা দিতেন। জন্মদিন আর করা হলো না।

নিজের জন্মদিনের মাত্র ১ ঘণ্টা আগে মারা যান তরুণ এই সাংবাদিক। রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে মামুনের ঘনিষ্ট প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেনন, শরীর খারাপ লাগায় বিশ্রামের জন্য গতকাল সোমবার দুপুরে ফার্মগেটে এক বন্ধুর বাসায় যান মামুন। সেখানে ওষুধ খেয়ে ঘুমাতে যান তিনি এবং তাঁকে ডাকতে নিষেধ করেন।

রাত সাড়ে ৮টার দিকে রাতের খাবারের জন্য ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় মামুনকে। রাত সাড়ে ১০টার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মামুনের মৃত্যুর খবরে হাসপাতালে ভিড় করেন তাঁর স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও পরিচিতজন। অল্প বয়সে এ মৃত্যুর ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন অনেকেই।

সদা হাস্যেজ্জ্বল মামুনের মৃত্যুকে মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা। মৃত্যুর খবর পেয়ে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন নি। আজ বেলা ১১ টায় মামুনের কর্মস্থল একুশে টিভি কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। যানাজায় অংশ নেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সহকর্মীরা মামুনকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, একুশে টিভির প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, একুশে টিভির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল এ. কে মোহাম্মদ আলী শিকদার পিএসসি (অব.),সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, ডিআরইউ সভাপতি সাইফুল আলম, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিক মামুনের সহকর্মী, বেলা ১২ টায় মামুনের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা হয়। এতে তাঁর শিক্ষক, সহকর্মী, সহপাঠী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। সহকর্মী ও বন্ধুরা মামুনকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মামুনের জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর প্রেস সহকারী আশরাফুল আলম খোকন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা কাউসার, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ও এস এম জাকির হোসাইন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বলেন, মামুন আমার সরাসরি ছাত্র। পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতিতে সে সক্রিয় ছিল। সাংবাদিকতাকে আঁকড়ে ধরেছিল। সাংবাদিকতাকে তাঁর অনেক কিছু দেওয়ার ছিল। এই মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জানাজায় অংশ নিয়ে আশরাফুল আলম খোকন বলেন, মামুন দায়িত্বশীল সাংবাদিক ছিল। ভালো রিপোর্টার ছিল। তার চেয়ে বড় সে বড় মনের মানুষ ছিল। নিজের উপস্থিতি সবাইকে জানান দিত। যেকোনো আড্ডার মধ্যমণি হয়ে উঠত সে। আমরা তাকে অনেক মিস করব। এটা অবিশ্বাস্য মৃত্যু।
আজ বাদ মাগরিব নিজ জেলা নড়াইলে জানাজা শেষে দাফন করা হবে মামুনকে।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি