ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চাঁদপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে উপজেলার পাঁচআনী হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক জানান।

নিহতরা হলেন- মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৪) ও আলমগীর হোসেন (৫০)। আহত অটোচালক নূরুল হক জিয়াকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আনোয়ারুল বলেন, সকাল সাড়ে ৬টার দিকে পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে একটি অটোরিকশা তিন যাত্রী নিয়ে উপজেলার চিরারচর যাচ্ছিল। পাঁচআনী হাইস্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোর তিন যাত্রীর মৃত্যু হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি