ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

চাঁপাইয়ে ২ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বিষয় অভিযান চালিয়ে হেরোইনসহ ফটিক নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-৫। সোমবার র‌্যার-৫ এর এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতের উল্লেখ করা হয়েছে, গত রাতে অনমানিক ১১.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শিবিরেরহাট হতে বাখরআলীমুখী পাকা রাস্তার পশ্চিম দিকে আলীমনগর গ্রামস্থ আসামীকে গ্রেফতার করা হয়। এসময় ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন (০২ কোটি ১০ লক্ষ টাকা) ও (খ) ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ সংক্রান্তে তাদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/ এআর /

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি