ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

চার দিনে দুই ম্যাচ! ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বুধবার রাতের ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দু’দিন পরই শনিবার দিবাগত রাতেই নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে মাঠে নামতে হবে মেসিদের।

কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন উদযাপন, শারীরিক বিশ্রাম ও পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য আর্জেন্টিনা দল সময় পাচ্ছে মাত্র দুই দিন। এতেই মূলত ক্ষুব্ধ হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

বিষয়টাকে স্রেফ ‘পাগলামি’ মনে করেন ৪৪ বছর বয়সি এই আর্জেন্টাইন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা মাত্রই গ্রুপ পর্বের খেলা শেষ করে শেষ ষোলোতে পৌঁছলাম। দু’দিন পরই শনিবার আরেকটি ম্যাচ খেলতে হবে আমাদের। আমার মনে হয়, বিশ্বকাপের মতো আসরে দুই দিনের ব্যবধানে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলাটা স্রেফ পাগলামি।’

মেসিদের কোচ আরও বলেন, ‘পোল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচ শেষ হলো সবে। এখন রাত ১টা বাজে, মানে বৃহস্পতিবার হয়ে গেছে। কালকে প্রস্তুতি নিতে হবে, পরদিনই খেলা। আমরাতো গ্রুপ সেরা হয়েছি, মাঠে নামার জন্য আরেকটু সময় পেতে পারতাম!’

আর্জেন্টিনা কোচেই এই আক্ষেপ হয়তো ঘুচবে না। কারণ, সিডিউল করা আগে থেকেই। আর এই সিডিউল অনুযায়ী, শনিবার দিবাগত রাতে (৪ ডিসেম্বর) ডেনমার্ককে বিদায় করে চমক দেখিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

আহমাদ বিন আলি স্টেডিয়ামে কোয়ার্টার নিশ্চিতের হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

এনএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি