ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

চীনের দখলে প্যারিস অলিম্পিকের প্রথম দুই সোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ২৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

প্যারিস অলিম্পিকে প্রথম দুটি সোনার পদকই জিতেছে চীন। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতের পর তারা সোনা জিতেছে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে। 

এখানে মূল লড়াইটা হয়েছে গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। এই ইভেন্টের সোনা জিতেছেন ইয়ানি চ্যাং ও ইয়েন চেন। রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কে কোক ও এস ব্যাকন ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের ওয়াই হারপার ও মেও জেনসেন। ২০০৪ সালে এথেন্সের পর এই প্রথম অলিম্পিকের উদ্বোধনী দিনে পদক পেল গ্রেট ব্রিটেন।

এর আগে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণ জেতে চীন। দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬-১২ ব্যবধানে হারায় চীনের হুয়াং ইউতিং এবং শেং লিহাও জুটি। 

এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া। এছাড়া এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। এটি প্যারিস অলিম্পিকের প্রথম পদক।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি