ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ সম্মানে ভূষিত মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

জাতিসংঘের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যাম্পিয়ন অফ দা আর্থ সম্মানে ভূষিত করা হয়েছে। মোদি ছাড়াও এই সম্মান পেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ৷

সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ বান্ধব নানা পদক্ষেপের জন্য এই সম্মান পেয়েছেন মোদি৷ আন্তর্জাতিক সৌর জোট এবং ২০২২ সালের মধ্যে ভারতকে প্লাস্টিক মুক্ত করার যে প্রকল্প মোদি হাতে নিয়েছেন তার জন্যই তাকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানায় জাতিসংঘ।

পরিবেশ রক্ষায় একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলে এই সম্মান দেওয়া হয়৷ ভারতের প্রধানমন্ত্রী মোদি ছাড়াও অন্য আরও পাঁচ ব্যক্তি ও সংগঠনকে এই সম্মান দেওয়া হয়েছে। পৃথিবীকে দূষণ মুক্ত করার জন্য যারা একাধিক পদক্ষেপ নিয়েছেন, তাদের হাতে এই সম্মান তুলে দেয় জাতিসংঘ।

এই সম্মান পাওয়ার ক্ষেত্রে যে মানদণ্ডগুলি কাজ করে তার মধ্যে অন্যতম ১২১ দেশ নিয়ে তৈরি হওয়া আন্তর্জাতিক সৌর জোটে কার কী ভূমিকা, তার খতিয়ান৷ অপরিশোধিত প্রাকৃতিক তেলের বদলে সৌরশক্তির ব্যবহারের ইতিবাচক প্রস্তাব রাখেন মোদি৷

২০১৫ সালের নভেম্বর মাসে ওয়েম্বলি স্টেডিয়ামে এক বক্তব্য রাখার সময়ে এই প্রস্তাব দেন মোদি৷ এই সৌর জোটভুক্ত দেশগুলির মধ্যে প্রথম পরিবেশ সংক্রান্ত বৈঠকে যোগ দেয় ভারত ও ফ্রান্স৷

আর্ন্তদেশীয় বেশ কয়েকটি বৈঠক হয় পরিবেশ রক্ষা নিয়ে৷ সেই সব কাজেরই ফসল এই সম্মান৷ দুই দেশের রাষ্ট্রপ্রধানের পরিবেশ রক্ষার উদ্যোগকে স্বীকৃতি দিতেই এই সম্মান তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে, জানায় জাতিসংঘ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি