ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনেই ৩টি বড় ম্যাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম দিনই মাঠে নামছে জায়ান্ট বার্সেলোনা, লিভারপুল, চেলসির মত বড় দলগুলো। বরুশিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠে মোকাবেলা করবে স্প্যানিশ জায়ান্ট বার্সাকে। আর নাপোলির মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল। এছাড়া চেলসির বিপক্ষে মাঠে নামবে ভ্যালেন্সিয়া। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

এদিন বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে বার্সা। তাদের বড় দু:শ্চিন্তা মেসির ইনজুরি। প্রাক মৌসুম অনুশীলনের চোটে প্রতিযোগীতামূলক ম্যাচে এখনও খেলতে পারেননি মেসি।  

তবে সমর্থকদের অবশ্য স্বস্তি দিয়েছে অনুশীলনে ফেরায়। স্প্যানিশ জায়ান্টদের প্রত্যাশা, ডর্টমুন্ডের বিপক্ষে স্বরুপে ফিরবেন আর্জেন্টাইন যাদুকর। এছাড়া দলের নতুন বিস্ময় আনসু ফাতি কিংবা ল্যুই স্যুয়ারেজদের মত বড় তারকার ওপর ভর করে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করতে চান কোচ আর্নেস্তা ভালভার্দে।

অন্যদিকে ঘরের মাঠে বাড়তি সুবিধা নিয়ে বার্সাকে হারাতে মুখিয়ে আছে জার্মান ক্লাব বরুশিয়া। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের। এর আগে ১৯৯৭ সালে উয়েফা সুপার কাপে একবার বার্সার মোকাবেলা করে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বার্সার সঙ্গে প্রথম মোকাবেলায় জয় ছাড়া কিছুই ভাবছেনা দলটি।

এদিকে, গত আসরে বিস্ময়কর নৈপূণ্য দেখানো লিভারপুল এবারও শিরোপা জয়ের মিশন নিয়ে ইতালিতে পা রেখেছে। দলে আছেন মোহাম্মদ সালাহ ছাড়াও একাধিক ম্যাচ উইনার। ধারে-ভারে নাপোলির চেয়ে এগিয়েও তারা। গত পাঁচ মোকাবেলায় নাপোলির বিপক্ষে ৩টিতেই জয় পেয়েছে অল-রেডরা। তাইতো আজও জয়ে চোখ ইংলিশদের। 

তবে চেনা মাঠে নিজ দর্শকদের সামনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নাপোলিও। গত আসরে লিভারপুলকে ১-০ গোলে হারানোর আত্মবিশ্বাসকে পুঁজি করে এবারও জয়ে চোখ তাদের।

একই সময়ে দিনের অন্য ম্যাচে আরেক ইংলিশ জায়ান্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে পরিস্কার ফেভারিট চেলসি। তবে চমক দেখাতে পারে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াও। সেরকম প্রস্ততি নিয়েই অল-ব্লুজদের মোকাবেলা করতে মুখিয়ে আছে দলটি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি