ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ছোট লক্ষে সতর্ক সূচনা ভারতের

প্রকাশিত : ২১:৫৩, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক সূচনা করেছে ভারত। ২৯ ওভার শেষে তাদের সংগ্রহ দুই ইউকেট হারিয়ে ১২৩ রান।

শুরুতে ব্যাট করতে নামে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা৷ এরমধ্যে ১২ বলে ৮ রান করে আউট হন ধাওয়ান। আর ওয়ান ডাউনে নেমে অধিনায়ক কোহলি আউট হন ৩৪ বলে ১৮ রান করে।

এর আগে বুমরাহের দুর্দান্ত বোলিংয়ে ভারতের বিরুদ্ধে বড় স্কোর গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। টাইটানিকের শহরে বিরাট কোহলিদের বোলিং তোপে ২২৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। তারা প্রথম পাওয়ার প্লে-তে (১০ ওভার) দু’ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তুলতে সক্ষম হয়।

কিন্তু শেষ দিকে ক্রিস মরিস ও কাগিসো রাবাদা’র ঝোড়ো ব্যাটিংয়ে দু’শো রানের গণ্ডি টপকায় দক্ষিণ আফ্রিকা। অষ্টম উইকেটে ৬৬ রান যোগ করেন দু’জনে। এটাই দক্ষিণ আফ্রিকা ইনিংসের সেরা পার্টনারশিপ৷

সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাপ ডু’প্লেসির৷ কিন্তু ৬ ওভারে মাত্র ২৪ রানে দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই ভারতীয় পেসারদের সামনে নাস্তানাবুদ হন প্রোটিয়া ওপেনাররা।

বিশেষ করে বুমরাহকে সামলাতে হিমশিম খায় প্রোটিয়া ব্যাটসম্যানরা। চতুর্থ ওভারেই হাশিম আমলাকে (৬) ড্রেসিংরুমের রাস্তা দেখান বুমরাহ। দ্বিতীয় স্লিপে আমলার ক্যাচ ধরেন রোহিত শর্মা। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে অপর ওপেনার কুইন্টন ডি’কককে (১০) আউট করেন বুমরাহ। তৃতীয় স্লিপে ডি’ককের ক্যাচ ধরেন ক্যাপ্টেন কোহলি৷

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ইনিংসে সর্বোচ্চ স্কোর মরিসের। ৩২ বলে একটি বউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রান করেন তিনি। ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রাবাদা। এছাড়া ক্যাপ্টেন ডুপ্লেসি ৩৮, ডেভিড মিলার ৩১ এবং ফেলুকাওয়ো ৩৪ রান করেন।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি