ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ছয় সপ্তাহের জন্য ছিটকে গেলেন চিলওয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২৭ নভেম্বর ২০২১

হাঁটুর ইনজুরির কারণে অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন চেলসি ডিফেন্ডার বেন চিলওয়েল। ব্লুজদের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এজন্য চিলওয়েলের কোন ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।

২৪ বছর বয়সী এই ইংলিশ লেফট-ব্যাক মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৪-০ গোলের জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন। 

এ সম্পর্কে চেলসি বস থমাস টাচেল বলেছেন, ‘বেনের এসিএল’এ ইনজুরি ধরা পড়েছে। এই ধরনের ইনজুরিতে সাধারণত ছয় সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হয়। এরপর বোঝা যাবে অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা। এই মুহূর্তে তাকে নিয়ে আমরা আশাবাদী। 

কারণ তার শরীরের প্রথম অনুভূতিটা ছিল বেশ ইতিবাচক। আগামী ছয় সপ্তাহ এভাবে চলতে থাকলে সে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবে, আশা থমাসের।

থমাস টাচেল আরও বলেন, বিষয়টি বেশ স্পর্শকাতর, সে কারণেই কোন ধরনের তাড়াহুড়া করলে চলবে না, কোন ধরনের চাপ দেয়া যাবেনা। বিষয়টা তার ও একইসাথে পুরো ক্লাবের জন্য দারুন হতাশার। কারণ চিলওয়েল সম্প্রতি বেশ ছন্দে ছিল। আমাদের পারফরমেন্সের অনেক বড় একটি জায়গা জুড়ে রয়েছে সে।’

এবারের মৌসুমে দারুন ফর্মে রয়েছেন চিলওয়েল। ইতোমধ্যেই ব্লুজদের হয়ে তিনটি গোল করেছেন, একটি এসিস্টও করেছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি