ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

জিতেও বিদায় উরুগুয়ের, হেরেও গ্রুপসেরা পর্তুগাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৪১, ৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

প্রথম সুযোগটা এলো ঘানার কাছেই। পেয়ে গেল পেনাল্টি, কিন্তু পেলো না জালের দেখা। এরপরই যেন নিজেদের নতুন করে খুঁজে পেলো উরুগুয়ে। ছয় মিনিটের ব্যবধানে তারা দিলো দুই গোল। কিন্তু বাকি সময়ে আর একবারও পারলো না বল জড়াতে। তাইতো জয়ের পরও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো উরুগুয়েকে।

ঘানাকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে। দু’বারের ট্রফি জয়ী দল হেরে গেল অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায়। রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে শেষ হলো ম্যাচ। শেষ দিকে একের পর এক আক্রমণ করেও গোল করতে পারল না উরুগুয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লুইস সুয়ারেজ-কাভানিরা।  

তাদের সমান পয়েন্ট ও গোল ব্যবধান নিয়েও ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় দক্ষিণ কোরিয়া চলে গেছে শেষ ষোলোতে। আর হেরেও গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল।

ম্যাচের ১৬তম মিনিটে প্রথম সুযোগ আসে ঘানার সামনে। জর্দান আইয়ের বাঁ পাশ থেকে নেওয়া শট ঠিকঠাক ঠেকাতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক রসেত। দ্বিতীয় চেষ্টায় বল আটকাতে গিয়ে তিনি ধাক্কা খান আন্দ্রে আইয়ের সঙ্গে। পরে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।  

তবে ওই পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় ঘানা। একে তো শট নিতে সময় নেন আন্দ্রে আইয়ে, তার ওপর দুর্বল শট বাঁ পাশে ঝাঁপিয়ে ঠেকান রসেত। আর এরপরই যেন ছন্দ খুঁজে পায় উরুগুয়ে।  

কিছুক্ষণ পরই দারুণ এক সুযোগ তৈরি করেন ডারউইন নুনেস। ঘানার গোলরক্ষক জায়গা থেকে বেরিয়েও এসেছিলেন। কিন্তু তাকে পরাস্ত করতে ব্যর্থ হন নুনেস। শটটি ঠেকিয়ে দেন সালিসু। তবে গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি উরুগুয়েকে।

২৬তম মিনিটে গোল করেন সিউরিসিয়ান দে আররাসেতা। প্রথমে লুইস সুয়ারেজের দুর্বল শট ঠেকান ঘানার গোলরক্ষক। ফিরতি শটে গোল করেন আররাসেতা। আর এটাই ছিল এবারের বিশ্বকাপে উরুগুয়ের প্রথম গোল!

এর ছয় মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। এবারও গোলদাতা সেই দে আররাসেতা। আরও একবার সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে গোল করেন তিনি। বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে দারুণ এক সুযোগও পায় ঘানা। কিন্তু বক্সের ভেতর বল পেয়েও বাবা মারেন পোস্টের বাইরে দিয়ে। ৭৬ মিনিটে ভালভার্দের শট আটকে দেন ঘানার গোলরক্ষক। এক মিনিট পর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কুদুস। শেষদিকে আরও কিছু সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি কোনো দল।

ফলে ২-০ ব্যবধানে জিতেও লাভ কিছুই হয়নি উরুগুয়ের। যে কারণে ম্যাচের শেষে অঝোরে কাঁদতে দেখা যায় ডাগআউটে বসে থাকা সুয়ারেজকে। এটাই যে ছিল সাবেক বার্সা তারকার শেষ বিশ্বকাপ!

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি