ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

জোড়া গোল করে রোনালদোকে টপকালেন বেনজিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রিয়াল মাদ্রিদ ক্লাব ছেড়ে রোনালদো চলে গেলেও দলটির এগিয়ে যেতে একটুও অসুবিধা হচ্ছে না। শনিবার রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে উড়িয়ে দেয় লেগানেসকে। এদিন বেনজিমা করেন জোড়া গোল।

এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে রোনালদোকে টপকে গেলেন বেনজিমা। লা লিগায় মোট ৩৩টি দলের বিরুদ্ধে গোল করার নজির গড়েন তিনি।

রোনাল্ডো ৩২টি বিভিন্ন দলের বিরুদ্ধে গোল করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ রেকর্ড রাউলের। তিনি ৩৫টি দলের বিরুদ্ধে গোল করেছেন। সব মিলিয়ে এই রেকর্ডে সবার ওপরে রয়েছেন মেসি। তিনি ৩৬টি দলের বিরুদ্ধে গোল করেছেন।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো ইতালি লিগে গোলের খাতা খুলতে পারেননি।তবে তার ক্লাব জুভেন্টাসের জিততে অসুবিধা হয়নি। তিনটি ম্যাচ খেলে সব ম্যাচে জিতেছে জুভেন্টাস।

এই তিন ম্যাচে গোল লক্ষ্য করে মোট ২৩টি শট মারেন রোনালদো। কিন্তু গোল পাননি। ইউরোপের সেরা পাঁচ লিগ (ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স) ধরলে এটা রেকর্ড। রোনালদোর ঠিক পরেই রয়েছেন নান্তেসের মিডফিল্ডার ভ্যালেন্টিন রনজিয়ার। তিনি ১৫টি শট মেরে গোল করতে পারেননি।

 

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি