ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু আজ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫১, ৩১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গত মৌসুমের ৭৫ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৫৯তম আখ মাড়াই মৌসুম। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু।

জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বাণিজ্যিক পরিচালক যুগ্ম সচিব আনোয়ার হোসেন, বিসএফআইসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মোহসীন আলী, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। এছাড়াও আখচাষী কল্যান সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, শ্রমিক ফেডারেশনের সাধারণ সভাপতি আখতার হোসেন অন্যরা।

এই মৌসুমে ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে। এরমধ্যে রয়েছে জয়পুরহাট এলাকার ২৫ হাজার মেট্রি টন আখ ও রংপুরের মহিমাগঞ্জ চিনিকল এলাকার ৫ হাজার মেট্রিক টন আখ। ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৮শ মেট্রিক টন চিনি চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। 

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, গতবারের মতো এবারও মিলগেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৩৫০ এবং বাহিরের কেন্দ্রগুলো থেকে ৩৪৩ টাকা দরে আখ কেনা হবে। মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি