টঙ্গীতে সংঘর্ষে নিহত ১
প্রকাশিত : ২৩:৩০, ১ মার্চ ২০১৮
 
				
					গাজীপুর মহানগরীর টঙ্গীর কলেজ গেট এলাকায় হকার ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ওমর ফারুক (৩৫)। তিনি টঙ্গী আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় ভাড়া থাকেন। তার বাবার নাম আব্দুল হাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওমর ফারুকসহ কয়েকজন কলেজ গেট এলাকায় ফুটপাতের বিভিন্ন দোকান থেকে চাঁদা তুলছিলেন। এ সময় চাঁদা নিয়ে হকার ও চাঁদাবাজদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে হকাদের হামলায় ওমর ফারুক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আর/টিকে
আরও পড়ুন
 
				        
				    






























































