ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

টটেনহামের মাঠে বায়ার্নের গোল উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২ অক্টোবর ২০১৯

চারটি গোল করলেন জিনাব্রি, লেভানদোভস্কিও করলেন দুটি। জালের দেখা পেয়েছেন জসুয়া কিমিচও। এতে টটেনহাম হটস্পারকে তাদের মাঠে উড়িয়ে গ্রুপ শীর্ষে বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার রাতে গ্রুপ-বি এর ম্যাচে টটেনহাম হটস্পারকে ৭-২ গোলে উড়িয়ে দিল নিকো কোভাচের দল।  

নিজেদের মাঠে শুরুটা ছিল টটেনহাম হটস্পারের জন্য আশা জাগানিয়া। দ্বাদশ মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিয়ুন-মিন।

প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়ে যেন জেগে উঠে বায়ার্ন। মেতে উঠে গোল উৎসবে। ম্যাচের ১৫তম মিনিটে লেভানদোভস্কির শট ফেরার পর ডি-বক্সের বাইরে পেয়ে যান কিমিচ। এক ডিফেন্ডারকে কাটিয়ে দেখে শুনে ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন জার্মান ডিফেন্ডার। প্রথমার্ধের শেষ মিনিটে নাব্রির সহায়তায় ব্যবধানটা ২-১ করেন রবার্ট লেভানদোভস্কি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩তম মিনিটে দুইজনকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদের দুই মিনিট পর নিখুঁত শটে স্কোরলাইন ৪-১ করেন এই জার্মান মিডফিল্ডার জিনাব্রি।

এর পর ম্যাচের ৬২তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান হ্যারি কেইন। কিংসলে কোমান ড্যানি রোজকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এরপরই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

ম্যাচের ৮৩তম মিনিটে লরিসকে একা পেয়ে হ্যাটট্রিক পূরণ করেন জিনাব্রি। এরপর লেভানদোভস্কি ও জিনাব্রির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা।

এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে বায়ার্ন। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে টটেনহাম। ক্রেভনা ভেজদা ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি