ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

টটেনহ্যামের মাঠে লিভারপুলকে জেতালেন ফিরমিনো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ১২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

গেল বছর যে দাপটে পথচলায় শেষ করেছিল, সেই একই ছন্দে এগিয়ে চলেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে টটেনহাম হটস্পারকে হারিয়ে শীর্ষস্থান আর মজবুত করেছে অলরেডরা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এতে দুইয়ে থাকা লেস্টার সিটির চেয়ে ১৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল দলটি।

প্রতিপক্ষের মাঠে খেলার দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত লিভারপুল। তবে ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স চেম্বারলেইনের শট পোস্টে বাধা পায়। সেই প্রত্যাশী গোলের দেখা পায় ম্যাচের ৩৭তম মিনিটে। রবের্তো ফিরমিনোর করা এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় দলটির।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি