ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

প্রকাশিত : ১৫:০৬, ২৫ জুন ২০১৯ | আপডেট: ১৫:১৩, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চলমান দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে আজ মঙ্গলবার লর্ডসে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেমি ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে এগিয়ে যাওয়ার এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান। ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রতিপক্ষে অস্ট্রেলিয়াকে।

নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে পরাজিত হওয়া ইংল্যান্ড নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে এ ম্যাচে। তবে ইতিহাস তাদের বিপক্ষে। এর আগে বিশ্বকাপ মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ সাতবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে পাঁচবার। আর ইংল্যান্ড জিতেছে দুইবার।

নিজেদের মাঠে খেলা হওয়ার পরও আজ তাই বেশি চাপে থাকবে ইয়ন মরগ্যানের দলই। কারণ, ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ইংল্যান্ডের পয়েন্ট এখন আট। যে কারণে এখনো যে শেষ চার নিশ্চিত করতে পারেনি ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে আসা দলটি।

অন্যদিকে, অস্ট্রেলিয়া কিছুটা হলেও নির্ভার। দারুণ ছন্দে থাকা দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পেয়ে গেছে ১০ পয়েন্ট। ফলে, সেমিফাইনালে ওঠার পথে অ্যারন ফিঞ্চের দলের আর খুব বেশি বাঁধা নেই।

অস্ট্রেলিয়া একাদশ
এ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, আলেক্স ক্যারেই, জেসন বেরেন্ড্রফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি