ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান।

সোমবার অস্ট্রেলিয়ার হোবার্টে বেশকিছু নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখে মাঠে নামে ক্যারিবীয়রা।

চার্লস, কটরেল, রেইফার এবং কারিয়াকে একাদশে রাখা হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত সাত আসরের মধ্যে রেকর্ড দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০১২ সালে কলম্বোয় স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে ড্যারেন স্যামির নেতৃত্বে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পায় উইন্ডিজ। এরপর ২০১৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতে নেয় ড্যারেন স্যামির দল। 

গত বছর নির্ধারিত সময়ের আগে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণে অস্ট্রেলিয়ায় রোববার শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের বাছাইপর্বের বাধা ডিঙ্গাতে হচ্ছে ক্যারিবীয়দের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ 
কাইল মায়ার্স, এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকেল হোসেইন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়

স্কটল্যান্ড একাদশ 
জর্জ মুন্সি, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস (ডব্লিউ), রিচি বেরিংটন (সি), ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাড হুইল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি