ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড

প্রকাশিত : ১৬:৪৩, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ডাবলিনের দ্য ভিলেজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে স্বাগতিক আয়ারল্যান্ড।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ তুলেছে স্বাগতিকরা। ৫ রানে বিদায় নিয়েছেন ওপেনার জেমস ম্যাককালাম।

সিরিজের উদ্বোধনী ম্যাচে আইরিশদের বিপক্ষে ৩৮১ রানের পাহাড় গড়ে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ক্যারিবীয় দল। শাই হোপ এবং জন ক্যাম্পবেল উদ্বোধনীতে ৩৬৫ রানের বিশ্বরেকর্ড গড়েন।সেই ম্যাচে ১৯৬ রানের বিশাল জয় পায় উইন্ডিজ।

এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ২৬১ রানে অলআউট করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি