ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

প্রকাশিত : ১৫:০৭, ৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:২৪, ৫ জুলাই ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে সেমিফাইনালে ওঠার সুযোগ শেষ হয়ে গেছে টাইগাররা। তবে শুরুর মতো আসরের শেষটাও রাঙাতে চায় মাশরাফিরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদ টাইগারদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে। বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়াচ্ছে ম্যাচটি।

৮ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া বাংলাদেশের এ ম্যাচে জয় পেলেও সেমিতে ওঠার কোনও সুযোগ থাকছে না। তারপরও জয় দিয়ে আসর শেষ করতে মাঠে নামবে সাকিব-মুশফিকরা।

অপরদিকে, ধুকে ধুকে এখনও সেমির যাত্রায় টিকে থাকা পাকিস্তান ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে থেকে সেমির ট্রেনে উঠতে মাঠে নামবে তারা।

কিন্তু গত ম্যাচে স্বাগতিকদের কাছে কিউইদের যেভাবে লড়াই করার কথাছিল, তার কোনটাই প্রমাণ দিতে পারেননি উইলিয়ামসনরা।

ফলে আসর থেকে ছিটকে পড়ার আশঙ্কায় থাকা স্বাগতিক ইংল্যান্ড কিউইদের উপর ভর করে আসরের তৃতীয় দল হিসেবে আগেই সেমির টিকিট নিশ্চিত করেছে তারা। অপেক্ষায় ফেলেছে নিউজিল্যান্ডকে।

আজকের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ তাই শুধু বাংলাদেশ নয়, কিউইরাও সে দৌড়ে রয়েছে। তাই সেমির টিকিট পেতে হলে অনেক বড় ধরনের জয় পেতে হবে সরফরাজদের। দেখাতে হবে বিস্ময়কর কিছু। কিন্তু আদৌ কি সেটা সম্ভব?

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হারের পরও নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ১১। এছাড়া টানা তিনটি হারেও তাদের রানরেটও ভালো।

এদিকে পাকিস্তানের পয়েন্ট এখন ৯। যদি বাংলাদেশের সঙ্গে খেলায় পাকিস্তান জিতে যায় তবে তাদের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান হবে।

সে ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের রানরেটের হিসাব হবে। আর ওই সমীকরণে এক প্রকার দুঃসাধ্য বা মিরাকল কিছু না ঘটলে নিউজিল্যান্ডই বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি