ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

টি কে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ১০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিশিষ্ট ব্যবসায়ী, টি কে গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার পরিচালক হাসনাত মো. আবু ওবাইদার পিতা মোহাম্মদ আবু তৈয়ব ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না.......রাজিউন)। তার মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের পরিচালকদের পক্ষ থেকে চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম ও সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তারা বলেন, মরহুম একজন সফল ব্যবসায়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে আর্থ সামাজিক উন্নয়নে অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে এ জনপদ একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবককে হারিয়েছে।

উল্লেখ্য, মরহুম মোহাম্মদ আবু তৈয়ব’র ২য় জানাযা শনিবার রাত ১০ টায় জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মরহুমের ৩য় জানাযা অনুষ্ঠিত হবে রোববার সকাল সাড়ে ৯ টায় পটিয়াস্থ মনষা গ্রামে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও  ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি