ঢাকা, শনিবার   ০১ নভেম্বর ২০২৫

টিএসসিতে সিপিআর ট্রেনিং ও হেলদি হার্ট সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩২, ১ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ছাত্র, শিক্ষক ও স্টাফদের জন্য ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর (ঢাবি), এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং  জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের উদ্যোগে জীবন রক্ষাকারী “সিপিআর ট্রেনিং ও  হেলদি হার্ট’’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর টিএসসিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ হৃদরোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ যেমন ব্লাড প্রেশার-সুগার-ফ্যাট নিয়ন্ত্রণ, আনন্দময় জীবনযাপন, সঠিক এক্সারসাইজ ও খাদ্যাভ্যাস বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিক করণীয় ও জীবন রক্ষাকারী সিপিআর বিষয়ে ধারণা প্রদান করেন। 

এসময় প্রায় শতাধিক ছাত্র, শিক্ষক ও স্টাফদেরকে প্রয়োজনীয় সিপিআর প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সাথে ব্লাড প্রেশার ও ইসিজি নির্ণয় করে পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ডঃ মোঃ এনামুল হক এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সব আয়োজকদের ধন্যবাদ জানিয়ে হৃদরোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মাহজাবিন হক, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ একে এম মাহবুবুল, আবাসিক চিকিৎসক ডাঃ একরামুল রেজা, সহরেজিস্ট্রার ডাঃ বিপ্লব ফরাজি। 

বক্তারা বলেন, দেশে হৃদরোগজনিত কারণে প্রতি বছর প্রায় পৌনে তিন লক্ষ মানুষ মারা যায়।  অথচ একটু সচেতন হলেই ৮০% হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ করা যায়। এরকম স্বাস্থ্য বিষয়ক জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সরকারি-বেসরকারি উদ্যোগে দেশব্যাপী এ সিপিআর এন্ড কার্ডিয়াক ফিটনেস ক্যাম্প সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হৃদরোগে অকালে ঝরে পড়া লাখো মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সাথে আরও উপস্থিত ছিলেন এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডাঃ শাকিল আরিফ চৌধুরী, ডাঃ দলিলুর রহমান, আসিফুর রহমান, নটরডেমিয়ান কামরুল হাসান, আহমেদ সারোয়ার ভুঁইয়া ও রফিকুল ইসলাম মজনু প্রমুখ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি