ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

টেস্টের দ্বিতীয় দিন শেষে আজহার আলীর অপরাজিত হাফ সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২ মে ২০১৭

Ekushey Television Ltd.

বারবাডোজ টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজহার আলীর অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৭২ রান তুলেছে পাকিস্তান।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৫৫ রান তুলে বড় সংগ্রহের আভাস দেয় পাকিস্তান। তবে আহম্মেদ শেহজাদ ব্যক্তিগত ৭০ রানে সাজ ঘরে ফিরলে দ্রুত আরো ২ উইকেট হারায় তারা। বাবর আজম ও ইউনিস খান রানের খাত খোলার আগেই সাজ ঘরে ফেরেন। তবে আজহার আলীর অপরাজিত ৮১ রানে ভর করে দিন শেষে ৩ উইকেটে ১৭২ রান তোলে পাকিস্তান। এরআগে ২৮৬ রানের সাথে আরো ২৬ রান যোগ করে ৩১২ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি