ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ট্রাম্পের প্রাণদণ্ড হওয়া উচিত: মার্কিন সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ১৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের প্রাণদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন লেখক, সাংবাদিক এবং রেডিও উপস্থাপক কেভিন ব্যারেট। তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে তাদের প্রাণদণ্ড হওয়া উচিত।

প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মিথ্যা এবং অসত্য দাবির ওপর ভিত্তি করে এটি ঘটানো হয়েছে। শুধু হত্যাকাণ্ড নয় বরং এটি যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করে তিনি বলেন, একে পুরোপুরি অবৈধই বলতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এখনও খুনিদের প্রাণদণ্ড কার্যকর করা হয়। তাই ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ এ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সবার প্রাণদণ্ড হওয়া উচিত।  

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি