ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ট্রেনে বসে দেখলেন বাবার করুন মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:১৩, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

স্ত্রী-সন্তানের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মারা গেলেন আবদুল মজিদ (৫০)। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে পাবনার চাটমোহর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মজিদ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর সরকারপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।

জানা গেছে, স্ত্রী ও দুই মেয়েকে সঙ্গে করে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে রংপুর যাচ্ছিলেন আবদুল মজিদ। রাত দেড়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে ক্রসিং করার জন্য দ্রুতযান এক্সপ্রেস চাটমোহর রেলস্টেশনের ২নং প্লাটফর্মে যাত্রা বিরতি করে। এর মধ্যে আবদুল মজিদ ট্রেন থেকে নেমে ১নং প্লাটফর্মে যান চা পান করতে। এ সময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ১নং প্লাটফর্মে ঢুকে পড়লে তিনি স্টেশন থেকে নেমে দৌড়ে অপর প্রান্তে দাঁড়ানো ট্রেনে ওঠার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চাটমোহর রেলস্টেশন মাস্টার মাসুম আলি খান বলেন, রাতেই নিহতের পরিবার লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি