ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

ডিআরইউর তিন দশকে পদার্পণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২৬ মে ২০২৪

তিন দশকে পদার্পণ করেছে রাজধানীতে কর্মরত পেশাদার সংবাদকর্মীদের বৃহত্তর সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

১৯৯৫ সালের এই দিনে প্রতিষ্ঠার পর থেকে রিপোর্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়ন, প্রতিভা বিকাশ, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আসছে প্রতিষ্ঠানটি।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, সাড়ে ১১টায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন, ১২টায় বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি শেষে সাড়ে ১২টায় কেক কাটা। এরপরই সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এসব অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং ডিআরইউর বর্তমান, সাবেক নেতারাসহ বিশিষ্টজন উপস্থিত থাকবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাজে সেজেছে ডিআরইউ প্রাঙ্গণ।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সংগঠনের তিন দশকে পদার্পণ উপলক্ষে সব সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি