ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:৩২, ২৭ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের সাসেক্সে ১০দিনের কন্ডিশনিং ক্যাম্প, আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্ট এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগাররা। 

বুধবার মধ্য রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন মাশরাফি বাহিনী। গুরুত্ব পূর্ণ সিরিজের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই আগে-ভাগে এই যাত্রা। সাসেক্সে মাত্র ১০ দিন অনুশীলনের পরই মাঠে নামতে হবে তাদের। তারপরও নিজেদের সেরাটা দিয়েই তিন জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চান টেস্ট অধিনায়ক।

দলের জয়ে অবদান রাখতে চান দীর্ঘ দিন পর দলে সুযোগ পাওয়া নাসির।

সফরটাকে স্মরণীয় করে রাখার প্রত্যয় তাসকিনের।

ইংলিশ কন্ডিশন সব সময়ই পেস বোলারদের জন্য ভাল বলে মনে ককরছেন পেসার রুবেল। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।

স্বাখাবিক খেলাটাই খেলতে চান তরুন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

১২ থেকে ২৪ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ১ থেকে ১৮ জুন ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলে খেলার কারণে সাকিব ও মোস্তাফিজ পরে দলের সাথে যোগ দেবেন।

https://youtu.be/RosctgBg7hU


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি