ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

ঢাকায় শুরু হয়েছে মিডিয়া ফুটবল টুর্নামেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৭ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৫, ৭ মে ২০১৭

ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি আয়োজিত মিডিয়া ফুটবল টুর্নামেন্ট।
রোববার সকালে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তরফদার মোঃ রুহুল আমিন। উদ্বোধনী দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ডেইলি স্টার ১-০ গোলে হারায় বনিক বার্তাকে। এছাড়া কালের কন্ঠের বিপক্ষে বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলার বিপক্ষে ঢাকা ট্রিবিউন জয়ের দেখা পায়। জাগো নিউজ জয় পেয়েছে মাছরাঙ্গা টিভির বিপক্ষে। ৮টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে ২৪ টি দল অংশ নিচ্ছে।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি