‘তথ্যগত ভুল থাকলে সাংবাদিকতাই বৃথা’ (ভিডিও)
প্রকাশিত : ১৪:৫২, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

পেশাদার সাংবাদিকতার পাশাপাশি নাগরিক সাংবাদিকতায়ও ভুল তথ্য দেওয়ার সুযোগ নেই। তথ্যগত ভুল থাকলে মোটা দাগে সাংবাদিকতাই বৃথা যাবে।
আজ সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে সোস্যাল ও মূলধারার সাংবাদিকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনরা এ মন্তব্য করেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং একুশে টিভির প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল।
ইউএসএআইডির সহায়তায় বেসরকারি সংস্থা সমষ্টি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ঢাকা ও রাজশাহী জেলার সিটিজেন ও মূলধারার সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয়।
মূলধারার সাংবাদিকতায় জাগোনিউজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা ও নাগরিক সংবাদিকতায় রাজশাহীর হাদিসুর রহমান প্রথম পুরস্কার পান।