ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

তর্জন গর্জন বন্ধ করুন: যুক্তরাষ্ট্রকে রুহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ইরানের পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্টিত এই বৈঠকে রুহানি দাবি করেন যে, তাঁর দেশ পরমাণু সমঝোতার বিষয়ে শতভাগ প্রতিশ্রুতি রক্ষা করেছে।

কিন্তু যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে পরমাণু সমঝোতা থেকে সড়ে এসেছে। এটা কখনই কাম্য নয়। 

এসময় তিনি যুক্তরাষ্ট্রকে ‘তর্জন গর্জন’ বন্ধ করার আহবান জানান।

যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইরান এ সমঝোতায় টিকে থেকে দূরদর্শিতার পরিচয় দিয়েছে বলেও জানান প্রেসিডেন্ট রুহানি।

পরমাণু সমঝোতা থেকে বেরিয়া যাওয়ায় এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে একা করে দিয়েছে বলেও মন্তব্য করেন হাসান রুহানি।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সহিংসতা ও গোলযোগ ছড়িয়ে দেওয়ার জন্য ইরানকে দায়ী করেন। এসময় ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

কিন্তু ইরান শুরু থেকেই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে ওয়াশিংটনকে প্রতিশ্রুতি লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করে আসছে।

সূত্র: আল-জাজিরা

 

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি