ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

মিরপুর টেস্টের তৃতীয় দিন

তাইজুলের পর উইকেট নিলেন মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জমজমাট মিরপুর টেস্টের তৃতীয় দিন আজ মঙ্গলবার প্রথম ইনিংসে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নামে দু’দল।

শুরুতেই টিরিপানোর প্রতিরোধ ভাঙলেন তাইজুল। এর পর উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

একের পর এক বল ঠেকিয়ে যাওয়া ডোনাল্ড টিরিপানোর প্রতিরোধ ভাঙলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের হাত ধরে তৃতীয় দিন সকালে এলো প্রথম সাফল্য।

নাইটওয়াচম্যান টিরিপানো দ্বিতীয় দিনের শেষ বেলা কাটিয়ে দেওয়ার তৃতীয় দিনেও খেলছিলেন দারুণ সতর্কতায়। প্রথম ঘণ্টার শেষ দিকে তাইজুলের বাঁহাতি স্পিনে স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়ে শেষ হয় তার সংগ্রাম। এর পর মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে মুমিনুল হকের ক্যাচে আউট হন ব্রায়ান চারি। ১২৮ বলে ৫৩ রান সংগ্রহ করেন ব্রায়ান চারি। ক্রিজে ব্রেন্ডন টেইলরের সঙ্গী শন উইলিয়ামস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৪৪ ওভারে ১০০ রান।

এর আগে মুমিনুল হকের ১৬১ ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে (২১৯*) বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে এক উইকেট হারায় জিম্বাবুয়ে।

প্রসঙ্গত, এর আগে সিলেট টেস্টে ১৫১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। ৪৯৭ রানে পিছিয়ে রয়েছে হ্যামিল্টন মাসাকাদজার দল। ফলোঅন এড়াতে আরও ১৯৮ রান চাই দুই ম্যাচের সিরিজে এগিয়ে থাকা জিম্বাবুয়ের।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি