ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

তামিম অভিযোগ করলে ‘হুলুস্থুল’বাধাবে বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৫৪, ১৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

এক ম্যাচ খেলেই কাউন্টি দল এসেক্স ছেড়ে তামিম ইকবালের হঠাৎ দেশে ফেরা নিয়ে দেশ বিদেশের গণমাধ্যমে অনেকটা হইচই পড়ে গেছে। তামিম ইকবাল দেশে ফেরার বিষয়টিকে ব্যক্তিগত কারণ বললেও ধীরে ধীরে আসল ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে। স্ত্রী আয়েশা সিদ্দিকা কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হলেও অত্যন্ত উদারতার পরিচয় দিয়ে বিষয়টি  এড়িয়ে যেতে চাইছেন বাংলাদেশ দলের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। তবে তামিম অভিযোগ করলে বিষয়টি নিয়ে হুলস্থুল ঘটিয়ে ছাড়বেন বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)সভাপতি নাজমুল হাসান পাপন।

তামিমের ব্যক্তিগত বিষয়কে সম্মান জানিয়ে বিসিবির করণীয় নিয়ে আজ গুলশানে নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘যখন ঘটনা প্রকাশ করতে চাই না, আমরা সাধারণত বলি “ব্যক্তিগত কারণে”। তামিম এটাকে ব্যক্তিগত বলে শেষ করতে চাচ্ছে। যা-ই ঘটুক, সে যেহেতু চায় না এটা জানাজানি হোক, আমার মনে হয় এতটুকু সম্মান তাকে দেখানো উচিত। তবে সে যদি এটা নিয়ে আমাদের কাছে কখনো অভিযোগ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এটা নিয়ে হুলুস্থুল বাধাবে, কোনো সন্দেহ নেই।’

কিছু একটা ‘ঘটেছে’, এতে নিঃসন্দেহ হলেও বিষয়টিকে অবশ্য গুরুতর কিছু মনে করছেন না নাজমুল। গুরুতর যদি না-ই হবে বাঁহাতি ওপেনার কেন বিষয়টি খোলাসা করছেন না? এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে রিপোর্ট করা, থানায় যাওয়াটা গুরুত্বপূর্ণ। আমার ধারণা, হয়তো কোনো একটি ঘটনা ঘটেছে। কিন্তু অত সিরিয়াস না, যতটা আমরা ভাবছি বা পত্র-পত্রিকায় যেভাবে এসেছে। তামিমের হয়তো ওখানে গিয়ে প্রাথমিকভাবে রিপোর্ট করার মতো অবস্থা ছিল না বা সে মনে করেছে দরকার নেই।’

নাজমুল হাসান অবশ্য ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বাংলাদেশের খেলোয়াড়দের কিছু পরামর্শ দিচ্ছেন, ‘আমাদের প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। এ ঘটনা নিয়ে বলছি না। এ ধরনের ঘটনা যদি ঘটে, বাংলাদেশের সব খেলোয়াড়কে বলছি, সঙ্গে সঙ্গে আমাদের যেন জানানো হয়। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি