ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

তিন উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা

প্রকাশিত : ১৬:৪৩, ২১ জুন ২০১৯ | আপডেট: ০৮:৪১, ২২ জুন ২০১৯

ইংল্যান্ডের বিপক্ষে তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে শ্রীলংকা। ১৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৬২ রান। এর মধ্যে দিমুথ করুনারত্নে এক রান করে, কুশল পেরেরা দুই রান করে এবং আভিস্কা ফার্নান্ডো ৪৯ রান করে সাজ ঘরে ফিরে যান।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় হেডিংলিতে মাঠে খেলাটি শুরু হয়।

আজকের এই খেলাটি হচ্ছে শ্রীলংকার জন্য টিকে থাকার লড়াই। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারে শ্রীলংকা। তারপরও পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে লংকানরা।  

তাই সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে তাদের। আর দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশদের মনোযোগ ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো পোক্ত করা।

বল হাতে কঠিন পরীক্ষা দিতে হবে শ্রীলংকান বোলারদের। শ্রীলংকার আগের ম্যাচগুলোতে বৃষ্টির দাপট দেখা গেলেও আজ হেডিংলিতে সে সম্ভাবনা নেই।

এমএইচ/ 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি