ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

তুষারধসে পাকিস্তান-আফগানিস্তানে নিহত ১৩০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১৫ জানুয়ারি ২০২০ | আপডেট: ১১:১৭, ১৫ জানুয়ারি ২০২০

পাকিস্তান ও ভারত কাশ্মীরে তুষারপাত

পাকিস্তান ও ভারত কাশ্মীরে তুষারপাত

পাকিস্তান ও আফগানিস্তানে ভয়াবহ তুষারপাত ও বরফগলা পানির স্রোতে গত কয়েক দিনে কমপক্ষে ১৩০ জনের প্রাণহানি ঘটেছে। আর ভারতীয় কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর হয়েছে। এর মধ্যে তিনজন সেনা রয়েছে। 

মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, টানা কয়েক দিন অতিরিক্ত তুষারঝড় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। পাকিস্তানে এখন পর্যন্ত ৯৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। একইভাবে আফগানিস্তানে নিহত হয়েছেন ৩৯ জন।

এর মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। তুষারধসে অঞ্চলটিতে নিহত হয়েছেন ৬২ জন, নিখোঁজ আছেন ১০ জন। পাকিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশ বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩১ জন। প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া দেশের উত্তর পার্বত্য এলাকাসহ একাধিক এলাকায় মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

এদিক ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তুষারধসে ৩ ভারতীয় সেনাসহ ৮ জনের প্রাণহানি ঘটেছে। নিহত সেনারা মাচিল সেক্টরে কর্মরত ছিলেন। খোঁজ নেই আরও একজনের। গত রোববার থেকে উত্তর কাশ্মীরে প্রবল তুষারপাত ঘটে। এতে নানা জায়গায় তুষারধসের খবর মিলেছে।
সূত্র : দ্য হিন্দু, এই সময়

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি