ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

‘তোরে খামু, তোর মামলাও খামু’

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৫৬, ৭ ডিসেম্বর ২০২০

রাবি অধ্যাপক ড. মু. আলী আসগর।

রাবি অধ্যাপক ড. মু. আলী আসগর।

Ekushey Television Ltd.

‘যতই মামলা করিস তাতে কোনও লাভ হবে না। তোর খবর করে দিবো, সাবধান থাকিস তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক, না হলে বাঁচবি না। তোরে খামু, তোর মামলাও খামু।’ -এমন হুমকি সম্বলিত কথা লিখে বেনামী পত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মু. আলী আসগরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। 

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রোববার (৬ ডিসেম্বর) তিনি মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে অধ্যাপক আলী আসগর উল্লেখ করেছেন- গতকাল রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের মাধ্যমে আমার জীবননাশের হুমকি দিয়ে একটি বেনামী পত্র পাই। সেখানে লেখা আছে- ‘যতই মামলা করিস তার কোন লাভ হবে না। এটা মনে রাখিস তোর লোকের চাকরী হবে না আসগর। তোর খবর করে দিব। সাবধান থাকিস, তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক না হলে বাঁচবি না। তোরে খামু তোর মামলাও খামু’।

এ বিষয়ে ড. মু. আলী আসগর বলেন, চিঠিটি পেয়ে নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মতিহার থানায় (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) আজ (রোববার) আমি জিডি করেছি।

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানায় ডিউটি অফিসার এস আই আব্দুল মোতালেব বলেন, বেনামী পত্রে চিঠি দিয়ে উনাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এ প্রেক্ষিতে আজ থানায় একটি জিডি করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি