ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৫ মে ২০১৭ | আপডেট: ১২:১০, ২৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে ৭২ রানে হারিয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড।
লিডসের হেডিংলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মরগানের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৭টি চার ও ৫টি ছয়ে ৯৩ বল খেলে ১০৭ রান করে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি গড়েন ইংলিশ অধিনায়ক। এছাড়া, মঈন আলী ৭৭ ও অ্যালেক্স হেলস করেন ৬১ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৫ ওভারেই সব উইকেট হারিয়ে ২৬৭ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইংনিস।  দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন হাশিম আমলা। ফাফ ডু প্লেসিস ৬৭ ও এবি ডি ভিলিয়ার্স করেন ৪৫ রান। ইংলিশদের হয়ে চারটি উইকেট পান ক্রিস ওকসের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি