ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

দায়িত্ব নিয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:২২, ৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্টের আদেশের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর সরকারের সময় ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করা ভেনেজুয়েলার এই নেতা নতুন দায়িত্বে এসেই তার সুর নরম করেছেন।

রোববার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক করেন রদ্রিগেজ।

বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি জানান, তার সরকার যুক্তরাষ্ট্রে সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী।

‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য মার্কিন সরকারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি’ বলেন ডেলসি রদ্রিগেজ।

আন্তর্জাতিক আইন মেনে দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক হওয়ার পর তাকে 'ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট' হিসেবে বর্ণনা করে মুক্তি দাবি করেছিলেন ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলাকে 'উপনিবেশে' পরিণত হতে দিবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি। মাদুরো সরকারের অনুগত হিসেবে পরিচিত তিনি।

এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সঠিকভাবে’ কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে।

সম্প্রতি মার্কিন সেনারা যেভাবে মধ্যরাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন, সেটি ঘিরে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

চীন, রাশিয়াসহ অনেক দেশ এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি