ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দুপুরে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ১৯ জানুয়ারি ২০২০

ভারত সফর শেষে আবারও একসঙ্গে জড়ো হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান সফরকে সামনে রেখে বাংলাদেশ দলের তিন দিনের স্বল্প পরিসরের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে আর রোববার। দুপুর ২টা থেকে শুরু হবে ক্যাম্পের কার্যক্রম।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ২৪ জানুয়ারি থেকে। এ লক্ষ্যে আজ শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের দুপুর ১টার মধ্যে মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর ১ ঘণ্টা পর খেলোয়াড়দের ট্রেনিং সেশন শুরু হবে।

এবারের ক্যাম্পে কোনও খেলোয়াড়কে ফিটনেস টেস্ট দিতে হবে না। যেহেতু সব খেলোয়াড় খেলার মধ্যে আছে। তাই সবার ফিটনেস দারুণ বলে জানা গেছে। এজন্য ফিটনেস টেস্ট নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের ক্যাম্প টানা তিনদিন চলবে। ২১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পে নিজেদের স্কিল নিয়ে কাজ করবেন ক্রিকেটাররা। আর ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানে সরাসরি ফ্লাইটে যাওয়ার সুযোগ নেই। তাই দুবাই হয়ে পাকিস্তান যাবে ক্রিকেটাররা।

তিন ম্যাচ সিরিজের তিনিটি ম্যাচের ভেন্যুই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপর ২৮ জানুয়ারি দেশে ফিরবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি