ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দুর্নীতির অভিযোগে জয়সুরিয়ার বিরুদ্ধে চার্জ গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১৫ অক্টোবর ২০১৮

দুর্নীতির অভিযোগে জয়সুরিয়ার বিরুদ্ধে চার্জ গঠন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি’র দুইটি শাখা। চলমান তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাঁধা সৃষ্টির অভিযোগে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে চার্জ গঠন করেছে সংস্থাটি। চার্জের উত্তরে তাকে ১৪ দিনের মধ্যে নিজের বক্তব্য বেশ করতে বলা হয়েছে আইসিসি’র পক্ষ থেকে।

শ্রীলংকার ক্রিকেটে দুর্নীতির অভিযোগে চলমান এক তদন্তে আইসিসি’র তদন্ত দলকে জয়সুরিয়া সহায়তা করেননি বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই তদন্তের সময়ে শ্রীলংকা জাতীয় দলের নির্বাচক প্যানেলের সভাপতি ছিলেন সানাথ জয়সুরিয়া। চার্জে বলা হয়, জয়সুরিয়া ‘প্রমাণ লুকানো, প্রমাণে হস্তক্ষেপ অথবা প্রমাণ লোপাটের ‘ চেষ্টা করেছেন।

১৯৯৬ সালে শ্রীলংকার বিশ্বকাপ অর্জনে বড় ভূমিকা ছিলো সাবেক এই ব্যাটসম্যানের। ঐ টুর্নামেন্ট টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও ৪৪৫টি ওডিআই’তে ২১ সেঞ্চুরিসহ রান করেছেন ১০ হাজারেরও বেশি। বল হাতে উইকেট নিয়েছেন ৩২৩টি। এছাড়াও শ্রীলংকার হয়ে ১১০টি টেস্ট খেলেছেন সানাথ জয়সুরিয়া।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি