ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দেশে ফিরেছেন ক্রিকেটার চামেলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ১৩ ডিসেম্বর ২০১৮

ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং মেরুদণ্ডে ব্যথার চিকিৎসা নিয়ে ভারতের চেন্নাই থেকে দেশে ফিরেছেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার চামেলী খাতুন।

বুধবার সকালে তিনি রাজশাহীতে নিজের বাড়িতে ফিরেছেন।

বাড়ি ফিরেই তিনি পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদরের এমপি ফজলে হোসেন বাদশা, বিসিবি ও আনসার ভিডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চামেলী জানান, এখন তিনি অনেকটাই সুস্থ।

চামেলী নারী দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত খেলেছেন। কিন্তু আট বছর আগে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডের হাড়ের ব্যথা নিয়ে তিনি দুর্বিষহ জীবনযাপন করছিলেন। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হলে তার চিকিৎসার ভার নেন প্রধানমন্ত্রী।

তার নির্দেশনায় গত ২ নভেম্বর চামেলীকে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকার পঙবগু হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ২৩ নভেম্বর তাকে নিয়ে যাওয়া ভারত। সেখানে ১৮ দিন চিকিৎসা শেষে তিনি ঢাকায় ফেরেন। এখন ৬ মাস বিশ্রাম নিতে হবে তাকে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি