ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

দেশের মাটিতে মাশরাফিকে স্মরণীয় বিদায় : পাপন

প্রকাশিত : ১০:৪৮, ১১ জুলাই ২০১৯

বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে না হলেও, পরপর হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশের পারফর্মেন্সের সঙ্গে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পারফর্মেন্সও দেশের ক্রিকেটভক্তদের নজরে আসে। অনেকেই দাবি তোলেন ম্যাচ হারার পেছনে অধিনায়কের ব্যর্থতা।

গুঞ্জন ওঠে মাশরাফির অবসরের। পরে সংবাদ সম্মেলনে মুখ খোলেন অধিনায়ক নিজেই। সাফ জানিয়ে দেন, আপাতোত তিনি অবসর নিচ্ছেন না। টুর্নামেন্ট শেষে দেশে ফিরে তবেই ভবিষৎ পরিকল্পনা।  

অনেকেই ভেবেছিল আসন্ন শ্রীলংকা সফরের আগে বিদায় নিবেন টাইগার অধিনায়ক। সে কথার জবাব দিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ দল দেশে ফিরলেও ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডেই আছেন নাজমুল। বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, দেশের মাটিতেই মাশরাফিকে বিদায় জানানো হবে।

পাপন বলেন, আমরা তাকে দেশের মাটিতেই স্মরণীয় বিদায় দেয়ার চিন্তা-ভাবনা করছি। আমরা (সিরিজ) এমনভাবে সাজাবো যাতে সে বীরের মত বিদায় নেয়।

পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের সেরা দুই নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। সেরা পারফর্মার তারা। আমরা চেষ্টা করবো অধিনায়ককে সম্ভাব্য সেরাভাবে বিদায় জানাতে। যাতে সেটি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকে।

বিশ্বকাপের দ্বাদশ আসরে উড়ন্ত সূচনা করেও শেষপথে এসে পথ হারায় টাইগাররা। এক সাকিব ছাড়া কেউই নিজেদের সেরাটা মেলে ধরতে পারেননি। ফলে, পয়েন্ট তালিকার আট নম্বরে থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

দেশে ফিরেও খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেননা ক্রিকেটাররা। চলতি মাসের শেষের দিকে শ্রীলংকা সফরে যাচ্ছে টাইগাররা। এ সিরিজে মাশরাফিকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

আই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি